স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি যুবদল কর্মী হেলাল মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকার জালাল মিয়ার পুত্র। গতকাল শনিবার সকালে থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে মাদক মামলার ৩ মাসের সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকাল বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।