প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শিবলী খায়েরকে পূর্ণ সমর্থন দিয়েছে ইউনিয়ন ও পৌর জনপ্রতিনিধি ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ পুরাতন পৌরসভা রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ঐক্য পরিষদের নেতাদের মতবিনিময় সভায় এ সমর্থন দেওয়া হয়। এতে ইউনিয়ন ও পৌর জনপ্রতিনিধি ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে আগামী ১৭ অক্টোবর হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট শিবলী খায়েরকে নির্বাচিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন।