নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর অভিযানে ওলি মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ২০ লিটার দেশী মদসহ থাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রানীগঞ্জ থেকে ২০ লিটার মদ নিয়ে যাচ্ছিলো ওলি মিয়া। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর নামকস্থানে থেকে বিকাল ৩ ঘঠিকায় আটক করা হয়। গ্রেফতারকৃত ওলি মিয়া নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের শাবাজ উল্লাহর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর পরিদর্শক কাওছার আহমেদ।