নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহিলা এন্ড ই-কমার্স ট্রাস্ট (ডব্লিউই) হবিগঞ্জ শাখার আয়োজনে উপজেলায় প্রথম মাসিক অফলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ পৌর পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত হয়। মহিলা এন্ড ই-কমার্স ট্রাস্ট এর হবিগঞ্জ ডিস্ট্রিক্ট হেড মোছাঃ শামছুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ সমাজকর্মী শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উই হবিগঞ্জ জেলা সহ প্রতিনিধি সেগুপ্তা চৌধুরী, ওয়াহিদা অর্থি বেগম, উই মেম্বার উদ্যোক্তা তুহিন আহমেদ, দিনা খান, সাবিহা চৌধুরী, নাবীগঞ্জ এর উদ্যোক্তা তাহরিমা আফজাল লিমা সহ আরো ৩০ জন সক্রিয় উদ্যোক্তা উপস্থিত ছিলেন।