স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের প্রবীন মুরুব্বী ও ইংল্যান্ড প্রবাসী হাজী শেখ আরমান উল্লাহ (ইঞ্জিন লন্ডনী) গতকাল শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে/মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার রাদ জোহর গুনই ঈদগাহে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজে অংশ গ্রহন করার জন্য মরহুমের ছেলে ইংল্যান্ড প্রবাসী শেখ বিলাল ও শেখ আবু বকর, হবিগঞ্জ জেলা যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক শেখ জালাল। তিনি তার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে হবিগঞ্জবাসীর দোয়া কামনা করেন। এদিকে হবিগঞ্জ জেলা যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক শেখ জালালের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শংকর পাল, কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি এসএম লুৎফুর রহমান। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক ও শান্তি প্রকাশ করেন। এছাড়াও হাজী শেখ আরমান উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী।