স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অবদান রাখায় পুলিশ সুপারের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ এসআই মমিনুল ইসলাম পিপিএম বিপিএমকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর জেলা পুলিশ লাইনে মাসিক সভায় এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাফরোজা আক্তার শিমুলসহ পুলিশের উর্ধ্বতন অফিসারগণ। উল্লেখ্য ইতোপূর্বেও এসআই মমিনুল ইসলাম হবিগঞ্জসহ বিভিন্ন থানায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে অবদান রাখেন। এমনকি বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন করেন এবং সবচেয়ে বেশি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেন।