মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রক চাপায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৪ যাত্রী।
গতকাল বিকেল ৪টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সিএনজি যাত্রী হচ্ছেন-আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবদুর রউফ মিয়ার ছেলে ধনু মিয়া (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিকেল ৪ টার দিকে চৌমুহনী থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে খাটুরা যাচ্ছিল। সিএনজিটি আন্দিউড়া নামক স্থানে পৌছুলে বিপরিত দিক থেকে আসা একটি মিনি ট্রাক চাপা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ধনু মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় গোপালপুর গ্রামের সুজন খান (৪০), ধনু মিয়ার শিশু সন্তান সজিব এবং উপজেলার খাটুরা গ্রামের মনির মিয়ার স্ত্রী লাভলি বেগম (৩০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাছেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।