প্রেস বিজ্ঞপ্তি ॥ দি অপটিমিস্ট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৃত্তি বিতরণ করা হয়।
দি অপটিমিস্ট হবিগঞ্জ জেলা শাখার ডাইরেক্টর মোঃ শরীফ উল্লাহর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক সৈয়দা তাহমুদা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মুরলী ধর, আব্দুল মোছাব্বির ও গোলাম মাহমুদ মানিক।
অনুষ্ঠানে ৫৪ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ ৪৭ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়।