স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্র ১৩৫৬/৮৮ইং এর নির্বাচনে সভাপতি পদে সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোঃ সজিব আলী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
গতকাল বুধবার দুপুরে সংগঠনের হবিগঞ্জ পৌর বাস টার্মিনালস্থ কার্যালয়ে সংগঠনের নির্বাচন পরিচালনা উপ-কমিটি ২০২২ইং এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমানের কাছ থেকে মনোনয়পত্র ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার উমেদ আলী শামীম। শহীদ উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, সাবেক নেতা শাহাব উদ্দিন, ছোরাব মিয়া, মন্নর মিয়া। একই সময়ে তারা সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সজিব আলীর পক্ষের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিন। উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত অনুষ্ঠিত হবে।
১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে। কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল করতে পারবেন। ১৮ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ এবং ৮ অক্টোবর গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। নির্বাচনের উপর কোন আপত্তি থাকলে ৯ অক্টোবর সকাল ১০টায় থেকে বিকেল ৩টা পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। ১০ অক্টোবর দুপুর ১২টা থেকে আপিলের শুনানী অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর বিকেল ৩টায় নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এবার নির্বাচনে সংগঠনের চুড়ান্ত ভোটার ২ হাজার ৩৪৬ জন। ইতিমধ্যেই ভোটারের নাম প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য এবার সংগঠনের সভাপতি, সহ-সভাপতি ২টি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক ও কার্যকরি সদস্য ৯টি পদসহ ২০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।