নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম নবীগঞ্জ থানায় সর্ব্বোচ্চ ওয়ারিন্ট তামিল করায় জেলার শ্রেষ্ট এসআই হিসেবে মনোনীত হয়েছেন। গতকাল বুধবার হবিগঞ্জে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ট অফিসার হিসেবে মনোনীত করা হয়। তার এ অসামান্য অবদানের জন্য সভায় হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী এসআই জাহাঙ্গীর আলমকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এ সময় সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমাসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসআই জাহাঙ্গীর আলম ইতিপূর্বে সিলেট বিভাগ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা প্রর্যায়ে একাধিকবার শ্রেষ্ট এসআই হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক গ্রহণ করেন।