বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোয়েব চৌধুরী (৩৫) নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। ওইদিন বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে ছুরিকাহত হয়। নিহত সোয়েব চৌধুরী বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ূম চৌধুরী চমক।
স্থানীয় লোকজন জানান, উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ূম চৌধুরী চমক-এর পুত্র সোয়েব চৌধুরী এবং একই গ্রামের মৃত সিজিল মিয়া চৌধুরীর ওয়ারিশান সাথে জমিজমা নিয়ে বিরোধে চলছিল। গত কয়েকদিন আগে সিজিল মিয়া চৌধুরী মারা গেলে সম্পত্তির হিস্যার দাবিতে সক্রিয় হয়ে উঠেন সোয়েব চৌধুরী। এতে ক্ষুব্ধ হন মৃত সিজিল মিয়া চৌধুরীর ওয়ারিশরা। এ বিরোধের জের ধরে মঙ্গলবার বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করা হয় সোয়েব চৌধুরীকে। পরে আহতাবস্থায় তাকে প্রথমে বাহুবল ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতলে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান খুনের ঘটনাটি নিশ্চিত করেন।