বানিয়াচং প্রতিনিধি ॥ নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের জোয়ারে আওয়ামী লীগ ভেসে যাবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে সারা বাংলাদেশে বিএনপি’র নেতা-কর্মীরা জেগে উঠেছে আমাদের নেতা-কর্মীদের হামলা-মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না সকল হামলা-মামলা মোকাবেলা করে বিএনপি’র নেতা-কর্মীরা এখনও সক্রিয় রয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেশব্যাপী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং ও তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বানিয়াচং উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একথাগুলো বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি মজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন প্রমুখ।