স্টাফ রিপোটার্র ॥ শায়েস্তাগঞ্জে আবারও টিকেট কালোবাজারে বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, আইডøবিওর ছাত্রছায়ায় এসব টিকেট কালোবাজারে বিভিন্ন লোকদের হাতে তুলে দিয়ে যাত্রীদের বেকায়দায় ফেলে নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ টাকায় বিক্রি করা হচ্ছে। রেলের ভ্রমন নিরাপদ থাকায় অনেকেই বাস কিংবা অন্য কোনো যানবাহনে না গিয়ে ট্রেনেই ঢাকা-সিলেট-চট্টগ্রাম যান। সম্প্রতি পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে বেশ কয়েকজন কালোবাজারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও টিকেট কালোবাজারীদের হাতে চলে যায়। শায়েস্তাগঞ্জ থেকে প্রতিদিন আন্তঃনগর ট্রেন কালনী পারাবত, জয়ন্ত্রিকা, উদয়ন, উপবনসহ ১৫টি ট্রেন ঢাকা-চট্টগ্রাম-সিলেটে চলছে। পর্যাপ্ত পরিমাণ টিকেট শায়েস্তাগঞ্জে বরাদ্দ থাকলেও দুই একটি টিকেট দেয়ার পর কাউন্টার থেকে বলা হয় টিকেট নেই। অনলাইনে কিংবা অন্য কোনো উপায়ে টিকেট বিক্রি হয়ে গেছে। অথচ দেখা যায়, আড়াইশ টাকার টিকেট ৫শ-৬শ টাকা দিলে পাওয়া যায়। আবার কোনো কোনো সময় কাউন্টার থেকেই বলে দেয়া হয় কার কাছে টিকেট পাওয়া যাবে। তাদের কাছে গেলেই টিকেট পাওয়া যায়। গতকাল সোমবার টিকেট আনতে যাওয়া কয়েকজন যাত্রী জানান, প্রায় সময়ই ঘণ্টার পর ঘন্টা অপেক্ষার পরও স্টেশন মাষ্টারকে পাওয়া যায় না। আর এলেও টিকেট চাইলে কম্পিউটার টিপে বলেন নেই শেষ হয়ে গেছে। এ যেন প্রতিদিনই তাদের আশার বাণী।