স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, ওই বিদ্যালয়ের শিক্ষক প্রিয়তোষ সরকার ও তড়িৎ কুমার চৌধুরী ঠিকমতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন না। গত ২ জানুয়ারি সহকারি শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শনকালে তাদেরকে স্কুলে পাননি। তারা বিদ্যালয়ে মনগড়া মতো আসা যাওয়া করেন। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতনসহ বাজে আচরণ করেন। তাদেরকে ভয় পাওয়ার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে ভয় পায়। এতে করে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা অভিভাবক ও এসএমসির সদস্যদের সাথে অসদাচরণসহ দুর্ব্যবহার করেন। শিক্ষক সমিতির নেতা পরিচয় দিয়ে তারা আধিপত্য ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন। শুধু বিদ্যালয় এলাকা নয়। ইমামবাড়ি থেকে আসা যাওয়ার পথে যানবাহন চালকদের সাথেও দুর্ব্যবহার করেন। এ নিয়ে কয়েকবার মৌখিকভাবে এসএমসির সভায় আলোচনা করা হলেও ফল পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তারা একই বিদ্যালয়ে থাকায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় অভিযোগে।