স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে হানিফ মিয়া (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই খুর্শেদ আলম তাকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হানিফকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা পাওয়া গেছে। পুলিশ জানায় ইতিপূর্বেও হানিফকে মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। সে ওই গ্রামের রবিউল আলমের পুত্র।