স্টাফ রিপোর্টার ॥ একাধিকা ডাকাতির মামলার আসামী কামাল (৩০) নামে এক ডাকাতকে স্থানীয় লোকজনের সহযোগীতায় গ্রেফতার করেছে হবিগঞ্জ থানা পুলিশ। জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে একাধিক ডাকাতি মামলার আসামী কামাল মিয়াকে লাখাই উপজেলার কামড়াপুর এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগীতায় হবিগঞ্জ থানা ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামাল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামের ফুল মিয়ার ছেলে।