চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে লোড শেডিংকে কেন্দ্র করে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ভাংচুর করেছে একদল গ্রাহক। জানা যায়, উপজেলার দেওরগাছ বিদ্যুৎ উপকেন্দ্রে গত সোমবার রাত ১০টায় স্থানীয় ইউ/পি মেম্বার রজব আলীর নেতৃত্বে একদল লোক হামলা ও ভাংচুর করে। এ সময় হামলাকারীদের আক্রমনে পল্লী বিদ্যুতের লাইনম্যান জিয়াউর রহমান, খাইরুল আলম ও লিটন বিশ্বাস আহত হয়েছে। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার পল্লী বিদ্যুতের ডিজিএম দিলীপ কুমার সরকার বাদী হয়ে রজব আলী মেম্বারকে প্রধান আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।