স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর কটিয়াদি বাজারে খোয়াই নাট্যগোষ্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে স্থানীয় বাজারের কিন্ডারগার্টেনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি জালাল মিয়া।
মোঃ আনোয়ার হোসেনের পরিচালায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মাহবুবুর রহমান হিরু, আব্দুল মালেক, নুর হোসেন, শাহেদ মিয়া, জিতু মিয়া, মহরম আলী মেম্বার, সাদেক, আছুর মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন-পবিত্র মাহে রমজান মানুষ মনকে পবিত্র ও পরিশুদ্ধ করে। তিনি বলেন, রমজান সকল শ্রেণী পেশার মানুষকে এক কাতারে নিয়ে আসে। রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ’র নিকট্য লাভ করা যায়।