স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে বগলা বাজার এলাকায় সারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ইউরিয়া সার বিক্রি করা, মূল্য তালিকা না থাকা ও সারের বস্তায় ওজনে কম থাকায় আলমগীর ট্রেডার্সকে ৬ হাজার ও তানজিল ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে সদর থানার একদল পুলিশ।