শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে গড়ে উঠা মানবিক সংগঠন “সাদিয়া আজিজ” ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা সভাপতি, তাসনুভা শামীম ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, অভূক্তদের মাঝে খাবার তুলে দেয়ারপ্রত্যয়ে গড়ে উঠা “ছত্তার-ছমিত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, বাহুবল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে শায়েস্তাগঞ্জের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। তাসনুভা শামীম ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শেখ জয়নাল আবেদিন জামালের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোছা: হালিমা সাদিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়নের নির্বাচিত তরুণ চেয়ারম্যান শামিম আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রনি আহমেদ, অর্থ সম্পাদক মোঃ মোজাহিদ খান, সদস্য আমিনুল ইসলাম সুমন, সিমরান, রিয়াদ আলম, মাহফুজা, জিসান খান, ইমরান, আসফিয়া জাহান, সুমাইয়া মনি, সনজয়, মুবিন, সাকিব, সামিউর, তোফাজ্জল, খলিলুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সকলের সর্ব সম্মতিক্রমে সাদিয়া আজিজ ফাউন্ডেশনে মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদকে উপদেষ্টা হিসাবে মনোনিত করা হয়।