রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা কুর্শী ইউনিয়নের রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলার প্রতিবাদে ক্ষুব্ধ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতারা। প্রতিবাদে ওই স্কুলের অভিযুক্ত সহকারী শিক্ষক পিংকু কুমার দাসকে অপসারণ ও শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকেলে বাংলাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলের নেতারা। কুর্শি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মর্তুজ আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অফিস কক্ষ থেকে সরিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেন পিংকু। এ ঘটনাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে অবমাননা করেছেন তিনি। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, শোকের মাসে বঙ্গবন্ধুকে অবমাননা মেনে নেয়া যায় না। তাই সহকারী শিক্ষক পিংকু কুমার দাসের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবী জানান। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হায়দর আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড সাধারণ সম্পাদক তুহিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কামাল হাসান, ইউনিয়ন যুবলীগ নেতা নেছার আহমেদ, কৃষকলীগ নেতা দিলবাহার, তাজুল ইসলাম, জগলুল, কৃষকলীগ সভাপতি দিলবাহার আহমেদ দিলখাছ, সাধারণ সম্পাদক নজরুল আমীন, তাতীলীগ সভাপতি ফারছু মিয়া, সাধারণ সম্পাদক হীরামিয়া, ওয়ার্ড সভাপতি এনাম, জাবেদ মিয়া, আঃ রহিম, সাধারণ সম্পাদক মনু মিয়া, মোঃ রশিকুল। আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আব্দুস সুবহান, যুবলীগ নেতা ইকবাল তাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com