প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিস হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে রমজানের তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
খেলাফত মজলিস হবিগঞ্জ পৌর শাখার সভাপতি হাফেজ আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারী হারুন রশীদ ও ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি শিব্বির আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস জেলা সভাপতি মাওঃ আব্দুল বাছেত আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভপতি এম এ নুর খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আব্দুর রহমান, খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, এডঃ সারওয়ার রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনু, মজলিস নেতা মাওঃ আব্দুল কাইয়ূম জাকী, বিএনপি নেতা সফিকুর রহমান, জামাত নেতা আলী আযম, মজলিস নেতা এহতেশামুল হক শামীম, ছাত্র মজলিস সভাপতি মাহমুদুল হাসান কিবরিয়া, জাপা নেতা সৈয়দ মোতাব্বির হুসেন ফটিক, মজলিস নেতা আ.শ.ম নজরুল ইসলাম প্রমুখ।