মাধবপুর প্রতিনিধি ॥ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ তারিকুল ইসলাম পিএসসি বলেছেন-বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশা-পাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সীমিত জনবল দিয়ে এ কাজ গুলো করতে হয়। তাই এলাকার জনসাধারনকে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে অনুপ্রবেশের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য স্বার্থের জন্য পার্শ্ববর্তী দেশে অবৈধ ভাবে প্রবেশ করে লাশ হয়ে ফিরতে হয়। এতে জাতি হিসাবে আমাদের লজ্জায় পড়তে হয়।
গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে অপরাধ দমনে জন সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আরমান হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আজগর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউ/পি সদস্য আশিকুর রহমান মামুন প্রমূখ। পরে অতিথি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির দেয়া ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।