বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০ নবীগঞ্জে পাহাড় কাটা ॥ গভীর রাতে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের নবীগঞ্জে এনায়েত খান মহিলা কলেজের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা প্রদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুলকে লাখাইয়ে গ্রেফতার যুবদলের সাথে মতবিনিময় সভায় জিকে গউছ ॥ শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে বাহুবলের বাবনাকান্দি গ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা লাখাই উপজেলা ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির অর্থকড়ি ছিনতাই ॥ মামলা দায়ের প্রবাসী সাংবাদিক মুন্না, তছনু চৌধুরী ও ব্যবসায়ী ছোটন চৌধুরীকে নবীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

বিজিবি সীমান্ত সুরক্ষার পাশা-পাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে-কর্ণেল তারিকুল ইসলাম

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০১৪
  • ৩৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ তারিকুল ইসলাম পিএসসি বলেছেন-বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশা-পাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সীমিত জনবল দিয়ে এ কাজ গুলো করতে হয়। তাই এলাকার জনসাধারনকে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে অনুপ্রবেশের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য স্বার্থের জন্য পার্শ্ববর্তী দেশে অবৈধ ভাবে প্রবেশ করে লাশ হয়ে ফিরতে হয়। এতে জাতি হিসাবে আমাদের লজ্জায় পড়তে হয়।
গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে অপরাধ দমনে জন সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আরমান হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আজগর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউ/পি সদস্য আশিকুর রহমান মামুন প্রমূখ। পরে অতিথি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির দেয়া ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com