স্টাফ রিপোর্টার, চুনারুঘাট ॥ বিজিবি ১৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার বলেছেন, ঈদের আগেই সীমান্তে বড় ধরনের ধর-পাকড় শুরু করবে বিজিবি। সীমান্তে সন্ত্রাস নিয়ন্ত্রনে বিজিবি বদ্ধপরিকর। ধর-পাকড় অভিযানের সময় জনপ্রতিনিধিদের কোন অন্যায় আব্দার রক্ষা করা যাবে না। গতকাল বিকালে বাল্লা সীমান্তের গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুসিয়ারী দেন।
সভায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল ইসলাম, ওসি অমুল্য কুমার চৌধুরী, বিজিবি টুআইসি আল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, শিক্ষক আঃ মালেক, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম, আঃ রাজ্জাক রাজুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজিবি অধিনায়ক আরো বলেন, সীমান্ত এলাকার মানুষকে নিরাপত্তা দিতে বিজিবি নিরলস কাজ করছে অথচ হাতেগুনা কয়েকজন মানুষ সেই প্রত্যাশাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। যা কোন ভাবেই কাম্য নয়।