স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক এর আয়োজনে গত ১৪ আগস্টে নিউইয়র্কের হাডসন নদীর পাদদেশে এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও মিলনমেলাটি ছিল প্রবাসী হবিগঞ্জবাসীর বাঁধভাঙ্গা উচ্ছাসে মুখরিত। যা ছিল সমিতির ইতিহাসে সর্ববৃহৎ বার্ষিক বনভোজন ও মিলনমেলা। একই সাথে সমিতির নেতৃবৃন্দ যে টিমওয়ার্কের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়সাধন পূর্বক রাত-দিন পরিশ্রম করে মানুষের নিকট দাওয়াত পৌঁছিয়েছিল, মানুষের ঢলনামা উপস্থিতি ছিল এর প্রমাণ। অতিথিরা আসা শুরু করার বহু আগেই সমিতির নেতৃবৃন্দ এস্টোরিয়া পার্কে পৌঁছান এবং বনভোজন ও মিলনমেলা স্থলকে বিভিন্ন সাজে সজ্জিতকরণসহ আমন্ত্রীত অতিথিদের জন্য বসা ও খেলাধুলার স্থান নির্ধারণ ও খাবার পরিবেশনের প্রস্তুতিপর্ব শেষ করেন। বেলা বাড়ার সাথে সাথে যখন আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয় তখন বনভোজন উদযাপন হকমিটিসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে কুশলাদি বিনিময় পূর্বক মধ্যাহ্নভোজের পূর্বে তাঁদের মধ্যে হালকা খাবার ও পানীয় পরিবেশন করেন।একে একে মানুষের লোকসমাগম বৃদ্ধি পেয়ে এক পর্যায় এস্টেরিয়া পার্কটি একখন্ড হবিগঞ্জে রূপ নেয়। শুরু হয় ছোট ও বৃহৎ দলে বিভক্ত হয়ে পারস্পরিক আড্ডা, গল্প, একে অপরের সাথে পরিচিতি-খোঁজখবর নেওয়া ও অনেক আবেগঘন স্মৃতিচারণমূলক বিভিন্ন পর্ব। এর পরই শুরু হয় খেলাধুলা পর্ব। খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন বয়সের বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের জন্য মিউজিক পিলো ও পাতিল ভাঙ্গা প্রতিযোগিতা। খেলাধুলার বিরতির ফাঁকে পরিবেশন করা হয় মধ্যাহ্নভোজের খাবার। খাবার পরিবেশনে ছিলেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির এক ঝাঁক চৌকস ও অভিজ্ঞ নেতৃবৃন্দ। সারাদিন ব্যাপি এই বার্ষিক বনভোজন ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিকহ পার্টির ডিস্ট্রিক্ট লিডার মূলধারার রাজনীতিবিদ এটর্নি মঈন চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি স্টেইটের কাউন্সিলম্যান জনাব শাহীন খালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোঃ.ময়নুল হক হেলাল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ বদরুল হোসেন খান, ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী ও এফএসএন এর কমিউনিটি ডেভলাপমেন্ট আউটরিচ মোঃ আবুল ফজল।
সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল ও সদস্য শিমুল হাসান এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বনভোজন উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বনভোজন উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী তাজুল ইসলাম মানিক, সুকান্ত দাশ হরে ও উদযাপন কমিটির সদস্য সচিব এডঃ আঃ রহিম শেখ। অনুষ্ঠান পরিচালনায় আরও সহযোগিতা করেন সমন্বয়কারী জুয়েল আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, হাবিব জুয়েল এনামুল হাসান রাসেল, আবু বক্কর সিদ্দিকী ও কাউছার আহমেদ। এছাড়া বিশিষ্টজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা জকি উদ্দিন চৌধুরী, সমিতির উপদেষ্টা সাংবাদিক মুজাহিদ আনসারী, সমিতির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব গফ্ফার আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহতাব হোসেন, উপদেষ্টা শাহ মোঃ সাদেকুর রহমান, উপদেষ্টা মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, উপদেষ্টা মোঃ ফজলুর রহমান চৌধুরী, লাখাই উপজেলার বিশিষ্ট ব্যাক্তিত্ব এম এ আলমাছ খান লোদী, উপদেষ্টা মো: ইব্রাহিম খলিল বার ভুঁইয়া রিজু ,যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান, চুনারঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাওসার, চুনারুঘাট সমিতির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, আল বারাকা ট্রাভেলস এর প্রধান আহসানুল হক ফরহাদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ রুহুল, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান শেফাজ ও বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু সাঈদ চৌধুরী কুটি, সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, চুনারুঘাট উপজেলা সমিতির সভাপতি শাহ মোঃ তৌফিক, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী, নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ জামাল হোসেন, ক্যানেল স্ট্রিট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল কাদির লস্কর মিঠু, আখলাকুর আম্বিয়া চৌধুরী, বিশিষ্ট রিয়েল ইস্টেট ব্যবসায়ী মাহবুবুল হাসান, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রোকন হাকিম, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সহসভাপতি আকবর হোসেন স্বপন, কাজল বণিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, গফ্ফার আহমেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুকিদুল ইসলাম মুকিদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী টিপু, মাজন ব্র্যান্ড এর সত্বাধিকারী রোখসানা ইয়াসমীন জেনি আব্দুল হক হেলাল, চুনারুঘাট উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবেদীন মাসুম, মাধবপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ মোশাররফ হোসেন, এবাদুল হক, মেহেরীন মাল্টি সার্ভিস এর প্রধান মোশাররফ হোসেন চৌধুরী, আরবাহ মাল্টি সার্ভিসের প্রধান মোঃ সাদিকুর রহমান, আব্দুল হামিদ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল কদ্দুস জয়, গোলাম রব্বানি শামীম, জামাল আহমেদ, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, আশিকুজ্জামান খান লিটন, রকিব আহমেদ,শিশির চন্দ্র বণিক, শিক্ষিকা শিরিন চকদার, মোহাম্মদ ফয়সল, করুণা সিন্দু রায় দিপু, মোঃ, বাচ্চু মিয়া, আব্দুল মতিন, সোহাগ আফছর, জালাল উদ্দিন তালুকদার, হারুনুর রশীদ, শাহ রহিম শ্যামল, কনস্যুলার অফিসে কর্মরত আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ জুবায়ের আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী ও যুবলীগ নেতা সাফাত রহমান, মোল্লা মাসুম, আবুল কালাম আজাদ টিপু, রন্টু মোদক, তুহিন তালুকদার, জাকারিয়া তানভির, সওকত, গোলাম মহিদ, বশির আহমেদ, আমিনুল ইসলাম রবিন প্রমুখ। প্রধান অতিথির ভাষণে এটর্নি মঈন চৌধুরী বলেন, আজকের এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে সদর সমিতির নেতৃবৃন্দ কতটা পরিশ্রম করেছে এবং কতটা আন্তরিকতার সাথে মানুষের নিকট দাওয়াত পৌঁছাইয়াছে। তিনি বলেন প্রবাসী হবিগঞ্জবাসীর যেকোন প্রয়োজনে আমি পাশে আছি এবং পাশে থাকব। তিনি প্রবাসী হবিগঞ্জবাসীকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রেখে হবিগঞ্জ কমিউনিটিকে দেশে ও প্রবাসের মাটিতে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানান। তিনি উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যের পর শুরু হয় খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। এর পরই অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ রেফেল ড্র। এতে পুরস্কার হিসেবে ছিল স্বর্ণের অলংকার সেট, আই ফোন, ল্যাপটপ, টিভি, ট্যাবলেট, এয়ার ফায়ার ওয়ার্কস ও মাইক্রোওভেনসহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণের সেট জিতে নেন মিসেস কেয়া। রেফেল ড্র চলাকালে সবাই উচ্ছাস, উদ্দীপনা ও হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। রেফেল ড্র এর পুরস্কার বিতরণ শেষে নিউজার্সির প্রতিষ্ঠিত ব্র্যান্ড নাজন ব্র্যান্ডের সৌজন্যে ১৩ জন ব্যাক্তির প্রত্যেককে $৫০ ডলার মূল্যের স্টোর গিফট কার্ড প্রদান করা হয়। বনভোজন ও মিলনমেলার পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে এবারেরও অন্যতম আরেকটি আকর্ষণ ছিল বনভোজন উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম মানিক ও ওনার সহধর্মিনী মিসেস মিলি ইসলাম এর সৌজন্যে ও পরিবেশনায় ঐতিহ্যবাহী ঝালমুড়ি খাবার পরিবেশন। এছাড়াও বনভোজনে আগতদের জন্য এফএসএন এর সৌজন্যে ছিল বিনামূল্যে রেপিড করুনা টেস্টের ব্যবস্থা। পরিশেষে সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির তাঁর সমাপনি বক্তব্যে উপস্থিত সকলকে বনভোজন ও মিলনমেলায় অংশগ্রহণ করে মিলনমেলাকে সফল ও সার্থক করে তোলার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে আয়োজনে যদি কোন ভুল-ভ্রান্তি থেকে থাকে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ করেন। এরপর তিনি ২০২২ সালের বার্ষিক বনভোজন ও মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।