বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মজুরি বাড়ানোর আন্দোলনে নতুন সংগঠন ‘চা শ্রমিক অধিকার পরিষদ’

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২০০ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ ‘চা শ্রমিক অধিকার পরিষদ’–নামে নতুন কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালীঘাট চা বাগানে ‘চা শ্রমিক অধিকার পরিষদ’ এর কমিটি গঠনের জন্য চা শ্রমিকদের নিয়ে সভা অনুস্টিত হয়। বৃহস্পতিবার দুপুরে মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। চলমান ধর্মঘটে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রত্যাখ্যান করে এই সংগঠন গড়ে উঠে। ‘চা শ্রমিক অধিকার পরিষদ’ নামের নতুন সংগঠনের কমিটি গঠনের জন্য বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালীঘাট চা–বাগানে আলোচনা সভা অনুস্টিত হয়। বেলা একটায় কালীঘাট চা–বাগানের দূর্গামন্দিরের নাটমণ্ডপে সভা অনুস্টিত হয়। নতুন সংগঠনে পঞ্চায়েত নেতা ও তরুণ-যুবকদের অগ্রাধিকার দিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়। এর আগে কালীঘাট চা–বাগান পঞ্চায়েত সভাপতি অভান তাঁতীর আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে কালীঘাট চা–বাগান, জেরিন চা–বাগান, লংলা চা বাগান, গান্ধীছড়া চা বাগান, হুগলি ছড়া চা বাগান, আমরাইল ছড়া চা বাগান, ভুরভুরিয়া চা বাগান, ভাড়াউড়া চা বাগান, ডাকছড়া চা বাগান, খাই ছড়া চা বাগান, লস্করপুর চা বাগান, রাজঘাট চা বাগান, খেজুরি চা বাগান, লাখাই চা বাগান, বিলাশছড়াসহ বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা সভাস্থলে আসেন। সভাস্থলে প্রায় তিন হাজার মানুষ উপস্থিত হন। সভায় উপস্থিত একাধিক বাগান পঞ্চায়েত সভাপতি বলেন, তাঁদের দাবি আদায়ের সংগ্রাম বানচাল করার জন্য জনপ্রতিনিধি, বাগানের মালিক ও সরকারি কর্মকর্তারা উঠেপড়ে লেগেছেন। সাধারণ শ্রমিকেরা চা –শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতাদের কথা প্রত্যাখ্যান করেছেন। কেন্দ্রীয় নেতারা তাঁদের আন্দোলন বন্ধ করতে বলেছেন। এখন তাঁরা বিভিন্ন চা বাগানে পৃথকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় আন্দোলন সঠিকভাবে চালিয়ে নিতে ‘চা শ্রমিক অধিকার পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে চা বাগান পঞ্চায়েত, চা শ্রমিক ও যুবকদের সমন্বয়ে সকল কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। নতুন এ সংগঠনটির নেতৃত্ব সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ছাত্র যুব ঐক্য পরিষদের নেতা মোহন রবিদাসকে। আর সংগঠনের সদস্য সচিব অবান তাঁতি। তিনি কালীঘাট চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি। এর আগে শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগানের নাটমন্দিরে কমিটি গঠনের জন্য বিভিন্ন ভ্যালির নেতারা ও বিভিন্ন বাগানের পঞ্চায়েত প্রধানদের নিয়ে সভায় বসে। সভা শেষে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণা করা হয়। নতুন এই সংগঠনের বিষয়ে জানতে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পালের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি ধরেননি। এ দিকে ধর্মঘটের ১৩তম দিনে শ্রীমঙ্গল উপজেলার সব চা বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা বাগানে সভা সমাবেশ করতে দেখা যায়। খেজুরি ছড়া চা বাগানে শিক্ষার্থীরা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে দুই ঘণ্টা ক্লাস বর্জন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। উল্লেখ্য ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা। বাগানে বাগানে ঘুরে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com