প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় যুবসংহতি (কাজী জাফর) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা জাপার দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে এক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে নুরুল হুদা ফারুককে আহবায়ক ও আহমদ সুজনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কাউন্সিলে নির্বাচন কমিশনারের দয়িত্ব পালন করেন হবিগঞ্জ সদর-লাখাই উপজেলার যুবসংহতির সমন্বয়কারী আবু বক্কর খাঁন। কাউন্সিল শেষে আবু বকর খাঁনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ২০ দলীয় জোটের নেতা আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপা নেতা সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, সেলিম আহমেদ, তুহিন চৌধুরী সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল হুদা ফারুক, সামছুল ইসলাম তালুকদার, মুখলিছ মিয়া, হুসাইন আহমেদ, স্বপন মেম্বার, প্রভাষক রিপন আহমেদ, শাহরিয়ার হাসান লিটন, সৈয়দ তারেক, মুহিব আল হাসান, ফকির হুমায়ুন কবির, রাসেল মোড়ল প্রমুখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে আতিকুর রহমান আতিক বলেন, জাতীয় পার্টি ভ্যানগার্ড হচ্ছে জাতীয় যুবসংহতি। যুবসংহতি সকল ইউনিটের কমিটিগুলো আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। সভায় তিনি আরো বলেন, বিগত সংসদ নির্বাচনে যারা ভোট ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিলেন, উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ তাদের ব্যালটের মাধ্যমে দাত ভাঙ্গা জবাব দিয়েছেন। তিনি বলেন, দেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে অনেক সংসদ সদস্যের জামানতও থাকবে না। তিনি ২০ দলীয় জোটের সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী শক্তির সকলকে শরীক হওয়ার আহবান জানান।