শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের শিবপাশায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২১-২২ অর্থবছরে অর্ধকোটির উপর অর্থ ব্যয়ে ১ হাজার মিটার বা ১ কিলোমিটার রাস্তা ইট সলিং এর দ্বারা উন্নয়ন করা হয়েছে। নীচে বালু না থাকায় রাস্তার ইট সরে যাচ্ছে, নড়বড় করছে, আবার রাস্তার মধ্যখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে চলাচলে এলাকার লোকজনদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে জানা যায়, আজমিরীগঞ্জের ৫নং শিবপাশা ইউনিয়নে পশ্চিমবাগ গ্রামে লোকজনের চলাচলের সুবিধার্থে রাস্তার উন্নয়নে কল্পে হাত দেয় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ প্রেক্ষিতে ২০২১-২২ অর্থবছরে ১ হাজার মিটার বা ১ কিলোমিটার রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয় সরকার। যার চুক্তি মূল্য ধরা হয় ৬০ লক্ষ ৫৮ হাজার ৪৩০ টাকা। বাস্তবায়নের দ্বায়িত্বে ছিল, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখা। কাজের দ্বায়িত্ব পায়, চুনারুঘাট উপজেলার সোহাগ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১ হাজার মিটার বা ১ কিলোমিটার রাস্তাটি ছিল, ওই ইউনিয়নের পশ্চিমবাগ হাইস্কুল সংলগ্ন হরমুজ উল্লাহর বাড়ি হইতে দক্ষিণে পশ্চিমবাগ প্রাইমারি স্কুল হয়ে এলজিইডি’র পাকা রাস্তা পর্যন্ত ৫শ মিটার এইচ বি বি করণ। অপরদিকে পশ্চিমবাগ জবান উদ্দিন প্রাইমারি স্কুল সংলগ্ন ওয়াহেদ মিয়ার বাড়ি হইতে দক্ষিণে রহমত উল্লাহ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা এইচ বিবি করণ। কাজের শুরুতেই রাস্তার উভয়পাশে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি। যার কারণে সলিংকৃত উভয় পার্শ্বের ইটের লাইন ভেঙ্গে পড়ে গেছে অনেক স্থানে। রাস্তার উপর প্রয়োজনীয় বালু দেয়া হয়নি। যার কারণে অধিকাংশ স্থানের মাঝথানের ইট নড়বড়ে রয়ে গেছে। এ ছাড়া রাস্তার মাঝখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে এলাকার লোকজনের চলাচলে চরম ভূগান্তি পোহাতে হচ্ছে। এক রাজমিস্ত্রি জানান, ১ কিলোমিটার রাস্তা ইট সলিংয়ের দ্বারা উন্নয়নে মান সম্মত কাজ করলে ১৫ থেকে ২০ লাখ বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় হওয়ার কথা। রহস্যজনক কারণে ওই ১ কিলোমিটার রাস্তায় ইট সলিংয়ের দ্বারা উন্নয়নে অর্ধকোটি টাকার উপর বরাদ্দ দেয়া হয়েছে। অচিরেই সংস্কার করা না হলে টানাবর্ষনে রাস্তাটির সমূহ ক্ষয়ক্ষতি হওয়ার আশংখা করছে এলাকাবাসী। এ ছাড়া অধিকাংশ স্থানে ভেঙ্গে যাওয়া রাস্তার ইটগুলো চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে।