স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুণই গ্রামে আরিফা আক্তার (১০) নামের এক ছাত্রী ইদুরের ওষুধ খেয়ে মারা গেছে। সে ওই গ্রামের শাহিনুর মিয়ার কন্যা ও স্থানীয় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার দুপুরে ভুলবশত সে ইদুরের ওষুধ বুলেট খেয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে তাকে ভালোভাবে বিষমুক্ত না করে ৬ তলা মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেয়। সেখানে যাবার পর দুপুর ২টার দিকে সে মারা যায়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।