স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে এক ব্যবসায়ী। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সেবক মিয়ার কাছে নতুন বাজারের কাপড় ব্যবসায়ী জুয়েল মিয়ার দোকান বাকীর ২২শ টাকা সেবকের কাছে চায়। সেবক টাকা না দিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেবক মিয়াসহ তার সঙ্গীয়রা তার উপর হামলা চালায়। এতে সে আহত হয়।