স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চারিনাও বাগহাটি গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ রজব আলী ফকির (৫৫) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ২৩ আগষ্ট মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি দল ওই গ্রামে অভিযান চালায় এবং রজব আলীকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত মরম আলীর পুত্র। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।