স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। পাশাপাশি মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। এতে একদিকে যেমন যুব সমাজ ধ্বংস হচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা জানান, বিগত ৫/৬ মাস ধরে বুল্লা, তেঘরিয়া, সুনেশ্বর হাওরের চারা বাড়িতে বেশ কয়েকজনের নেতৃত্বে প্রতিদিনই লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। আর এ আসরে বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে অংশগ্রহণ করেন। পাশাপাশি মাদকসেবনসহ রঙ্গলীলা চলে। অভিযোগ রয়েছে, অনেকেই এ জুয়ার আসরে লাভে টাকা দেয়। আর এসব নিয়ে প্রায়ই মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটছে। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।