স্টাফ রিপোটার্র ॥ দি সিনিয়র সিটিজেন সোসাইটি হবিগঞ্জ কর্তৃক ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জনাব মোঃ ফজলুর রহমান (সাবেক যুগ্ম সচিব ও সিলেটের বিভাগীয় কমিশনার) সভাপতিত্বে এবং সোসাইটির সাধারন সম্পাদক জনাব এডভোকেট মোস্তাক আহমেদের পরিচালনায় এ সভা অনুষ্টিত হয়।
সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মাহফিলে শহীদের বিদেহী আত্মার কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রব, জনাব মোঃ বদরুদ্দিন আহমেদ, জনাব মোৎ মালেক এজাজ এবং অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ ।