নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামে শ্রীকৃষ্ণ চৈতন্য পারমার্থিক সংঘের উদ্যোগে পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম আর্বিভাব তিথি জন্মাষ্ঠমী ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে পালন করা হয়েছ। অনুষ্টানালার মধ্যে ছিল, গীতাপাঠ, বৈদিক নাটক, ভজন সংগীত, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন এবং ধর্মীয় আলোচনা সভা।
গত ১৯ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় শ্রী কানাই লাল সরকারের সভাপতিত্বে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য পারমার্থিক সংঘের সভাপতি পংকজ সরকারের সঞ্চালনায় ধর্মীয় আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের, নবীগঞ্জ উপজেলা পরিষধের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিয় রায়, ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়, সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক নক্যজিত চক্রবর্ত্তী, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ইন্দ্রজিত সিংহ, সাংগঠনিক সস্পাদক পরিমল মালাকার, এ এস আইজামাল, নিবারন সরকার প্রমূখ। অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাজেন্দ্র সরকার রাজন। উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন,পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণ এ ধরাধামে পাপীদের বিনাশ সাধন আর সাধুদের রক্ষা এবং ধর্ম সংস্থাপন করতে অবতীর্ন হয়েছিলেন। তাই তাঁর আর্দশঅনুসরন করলে সসাজে শান্তি বিরাজ করবে।