বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

জেলা প্রশসাক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ ॥ চটি পড়া দিয়ে নিতাইরচক গ্রামে আলেম পরিবারকে হেনস্থা করার চেষ্টা ॥ ক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চটি পড়া দিয়ে চোর চিহ্নিত করার চেষ্টায় হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক ও কাটাখালি গ্রামে উত্তেজান বিরাজ করছে। চটি পড়া দিয়ে একটি আলেম পরিবারের সন্তানকে চিহ্নিত করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, সপ্তাহ খানেক পূর্বে কাটাখালি গ্রামের আব্দুল গফুরের পুত্র জহিরুল ইসলাম রাসেলের একটি ফার্মেসীতে চুরির ঘটনা ঘটে। চোর চিহ্নিত করতে গত ১৯ আগষ্ট জহিরুল ইসলাম রাসেলে বাড়িতে চটি পড়ার আয়োজন করা হয়। চটি পড়ার জন্য নিয়ে আসা হয় বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের মাসুম বিল্লাহ নোমানকে মাসুম বিল্লাহ নোমান তুলা রাশির যাজক হিসাবে নির্বাচিত করেন স্থানীয় গদাইনগর গ্রামের মহরম আলীর পুত্র রুবেল মিয়া ও ভঙ্গুর হাটি গ্রামের করম আলীর পুত্র জামাল মিয়াকে। শতশত উৎসুক জনতার সাথে সেখানে উপস্থিত হন নিতাইরচক গ্রামের মাওলানা বশির আহমদের পুত্র মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ। মাওলানা বশির আহমদ বর্তমানে সুইডেনের একটি মসজিদের ইমাম ও খতিব। তার পরিবারের সকলেই ইসলামী জীবন যাপনে অভ্যস্ত। উপরোক্ত মাওলানা বশির আহমদের পরিবারের সাথে কিছুদিন পূর্বে বিরোধে জড়িয়ে পড়েন জহিরুল ইসলাম রাসেলের পরিবারের লোকজন। মারদাঙ্গাও হয়। আহতদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসাও গ্রহণ করেন। হঠাৎ রুবেল মিয়া ঝাপটে ধরে আব্দুল্লাহকে। চটি পড়ার নামে দোকান চুরির সাথে সম্পৃক্ততার অভিযোগে চিহ্নিত করা হয় আব্দুল্লাহকে। তাৎক্ষনিক শতশত মানুষ ক্ষোভ প্রকাশ করেন। পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জের ধরে একটি আলেম পরিবারকে এলাকায় হেয় প্রতিপন্ন করতে জহিরুল ইসলাম রাসেলের যোগসাজসে এমনটি করা হয়েছে বলে তাৎক্ষনিক প্রতিবাদ করেন অনেকেই। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। মোঃ আব্দুল্লাহ চটি পড়ার নামে তার ও তার ঐতিহ্যবাহী পরিবারকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। গতকাল সোমবার একটি অভিযোগ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে প্রেরণ করেন তিনি। এসব কার্যালয় থেকে তার অভিযোগপত্রটি রিসিভ করা হয়েছে। চটি পড়ার নামে চোর চিহ্নিত করা ইসলাম সমর্থন করে কি না এমন প্রশ্নের জবাবে হবিগঞ্জের বিশিষ্ট আলেম শায়খুল হাদিস আল্লামা তাফহিমুল হক বলেন, প্রথমত চটি পড়ার নামে সমাজে ফেতনা ছড়ায়। দ্বিতীয়ত চটি পড়ার নামে কাউকে চোর আখ্যায়িত করা, হেয় প্রতিপন্ন করা ইসলাম সমর্থন করে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com