স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, হত্যার রাজনীতির মাধ্যমে জন্ম নেয়া বিএনপির হত্যা ও প্রতিহিংসার রাজনীতির ভয়াল নজির হচ্ছে ২১ আগস্টের গ্রেনেড হামলা। খুনি জিয়াউর রহমানে মত তার সন্তান খুনি তারেক জিয়া ছিল এই হামলার মাস্টার মাইন্ড। বিএনপি ও জামাত এর জঙ্গিগোষ্ঠী সেদিন শেখ হাসিনাকে হত্যারা চেষ্টা করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই প্রচেষ্টা ব্যার্থ করে দিয়েছেন। বর্তমানেও ষড়যন্ত্র চললে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। গতকাল রাতে হবিগঞ্জ পৌর মিলনায়তনে ২১ আগস্ট গ্রেণেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, এডভোকেট আফিল উদ্দিন, এডভোকট মনোয়ার আলী, এডভোকেট কুতুব উদ্দিন শাহ, আকরাম আলী, ডাঃ অসিত রঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, উপদেষ্ট এডভোকেট শ্যামল কুমার চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, এডভোকেট আতাউর রহমান, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আবুল কাশেম, এডভোকেট সুবীর রায়, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, স্বপন লাল বণিক, জিতু মিয়া, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গৌতম আচার্য্য, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক শেখ মামুন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, ডাক বিভাগ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ূম, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট ফয়জুল বশীর চৌধুরী সুজন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায়, পৌর যুবলীগের আহবায়ক, ডা. ইসতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।
আলোচনা সভার শুরুতেই ২১ আগস্ট গ্রেণেড হামলায় নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়।