স্টাফ রিপোর্টার ॥ ১৬ ডিসেম্বর ২০২১ইং মহান বিজয়ের ৫০ বছর পূর্তির সুবর্নজয়ন্তী উপলক্ষে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন ব্র্যান্ডিং এ হবিগঞ্জের মাটিতে ১২০০০ স্কয়ার ফিটের পরিবেশবান্ধব পতাকাটি নির্মান করেন হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান মোঃ মোদারিছ আলী টেনু। যে পতাকা আমাদের গৌরব ও সম্মানের প্রতীক। এই জাতীয় পতাকাটি বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবান্ধব পতাকা হওয়ায় তারই স্বীকৃতিস্বরূপ ওয়ালটন গ্রুপ কর্তৃক তিনি সর্বোচ্চ সম্মাননা সহ স্বর্নের মুকুট লাভ করেন। এ ব্যাপারে রোটারীয়ান মোঃ মোদারিছ আলী টেনু ওয়ালটন গ্রুপের এমডি, ডিএমডি, পরিচালকগনসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ওয়ালটনের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।