স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জিয়াউর রহমান (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামে গতকাল রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামে মতিন মিয়ার ছেলে জাহির মিয়ার সাথে জিয়াউর রহমানের কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে জাহির মিয়া উত্তেজিত হয়ে জিয়াউর রহমানের উপর হামলায় চালায়।