বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

জনগণের অধিকার প্রতিষ্ঠায় দিনরাত কাজ করে যাচ্ছি-ডা. রেজা কিবরিয়া

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, আওয়ামীলীগের পররাষ্ট্রমন্ত্রী, কোটিপতি ব্যবসায়ী, ব্যাংকের মালিক এবং ছাত্রলীগ বেহেশতে আছে কিন্তু দেশের সাধারণ মানুষ বেহেশতে নেই। তারা খুব কষ্টে আছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে দুই দেশের সর্ম্পকের অবনতি হবে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় পথসভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ড. রেজা কিবরিয়া বলেন, আমি রাজনীতিতে এসেছি জনগণের অধিকার ফিরিয়ে দিতে। জনগণের সকল অধিকার প্রতিষ্ঠায় আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি তাই তারা জণগণের কথা চিন্তা করে না। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই তারা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। গুম, খুন এখন তাদের নিত্য দিনের ব্যাপার। তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং স্বচ্ছ ব্যালটে। এ সরকার যদি আরো দেড় বছর ক্ষমতায় থাকে তাহলে দেশের অবস্থা শ্রীলংকার চেয়েও ভয়াবহ আকার ধারন করবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব তবে এখনও সেটি চুড়ান্ত হয়নি। এছাড়াও ড. রেজা ২ হাজার আলিম উলামাদের জেল হাজত থেকে মুক্ত করা এবং বেগম খালেদা জিয়ারও মুক্তির দাবিও জানান। এর আগে ড. রেজা কিবরিয়া নবীগঞ্জের আউশকান্দি, সদরঘাট, দেবপাড়া, পানিউমদা, পুটিজুরি, মিরপুর ও বাহুবল বাজারে পথসভায় বক্তব্য রাখেন এবং গণসংযোগ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক চৌধুরী আশরাফুল বারী নোমান, সহ সদস্য সচিব শাহ আজাদ আলী, হবিগঞ্জ গণ অধিকার পরিষদের সদস্য সচিব আবুল হোসেন জীবন, সহসভাপতি এম এ খালেক, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শুভ, নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক রজব আলী, সদস্য সচিব নুরুল আমিন পাঠান, হবিগঞ্জ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক এম এ রকিব জালাল, সদস্য সচিব জাকারিয়া মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্র অধিকারের সভাপতি মোহাম্মদ রাসেলসহ আরও অনেকেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com