চুনারুঘাট প্রতিনিধি ॥ হালানাগাদ ভোটার তালিকায় চুনারুঘাট উপজেলার ১৭ হাজার ভোটার বাড়ছে। ইতোমধ্যে ভোটা তালিকা তৈরীর কাজ শেষ হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পর্যায়ক্রমে ভোটারদের ছবি তোলার কাজ চলছে।
গতকাল চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর ও নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সাটিয়াজুরী ইউনিয়নের ভোটারদের ছবি তোলার কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান।
গত ১ জুলাই ছবি তোলার কাজ শুরু হয়েছে। চলবে আগামী ৬ আগষ্ট পর্যন্ত। চুনারুঘাট উপজেলার হালনাগাদের কাজ সম্পন্ন হলে উপজেলায় মোট ভোটারের সংখ্যা হবে ১ লাখ ৯৭ হাজার ৭শ। বর্তমানে ভোটারের সংখ্যা হচ্ছে ১ লাখ ৮০ হাজার ৪৮১ জন। চুনারুঘাটে ভোটার হার অন্য যে কোন উপজেলার চেয়ে বেশি বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। এখানে ভোটার হওয়ার হার সাড়ে ৮%। অথচ নির্বাচন কমিশন ৫% হারে ভোটার বৃদ্ধির হার ধরেছিল।