প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন পদোন্নতি পেয়ে ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলায় বদলী হয়েছেন। তাঁর বিদায় উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলা বিআরডিবি ভবনে এর সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিআরডিবি ইউসিসিলি এর চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাউছার শোকরানা। এআরডিও নুরে আলম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, পরিতোষ দেব, সোহেল আহমদ, মাঠকর্মী সাবিনা আক্তার, শ্যামলী রানী রায়, রাশেদা আক্তার, জ্যোৎ¯œা রানী বনিক, সমন্বয়কারী তমাল বিজন দাস, সুপারভাইজার নজরুল ইসলাম, সিও গিয়াস উদ্দিন, সোয়েব আক্তার, আশরাফ উদ্দিন, মোঃ আমির হোসেন প্রমুখ। বক্তাগণ বিদায়ী আরডিও ইকবাল হোসেন এর কর্মদক্ষতা ও বানিয়াচং বিআরডিবির কার্যক্রমের নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জল করতে তার অবদানের বিভিন্ন দিক উল্লেখ করে তার ভবিষ্যত সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী আরডিও ইকবাল হোসেন বানিয়াচং উপজেলার জনমানুষের উদার মনমানষিকতার কথা উল্লেখ করে বানিয়াচং একদিন সকল ক্ষেত্রে চরম উন্নতির শিখরে পৌছবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে তাঁকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।