বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে এমপি আবু জাহির ॥ বিএনপি-জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশকে আফগানিস্তানে রূপ দিতে চেয়েছিল। ১৭ই আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টার মাধ্যমে তারা এর প্রমাণ দিয়েছে। তিনি বিএনপি-জামায়াতের মদদে দেশব্যাপি একযোগে সিরিজ বোমা হামলা এবং সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা আওয়ামী লীগের বিােভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, ’৭৫-এ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে। আমাদের অতন্দ্র প্রহরী হয়ে তাঁকে পাহারা দিতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসবে কি না এটি তাদের নিজেদের সিদ্ধান্ত ও অধিকার। কিন্তু নির্বাচন বানচাল করার জন্য দেশে মানুষ হত্যা ও জ্বালাও-পুড়াও করার অধিকার বিএনপির নেই। তাদের সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় আওয়ামী পরিবারের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ আসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট প্রবাল মোদক, উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট শ্যামল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সম্পাদক মন্ডলীর সদস্য জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দেবপদ রায়, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, উপ দপ্তর সম্পাদক তুষার মোদক, উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান সজল খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নোতকর্মীরা মিছিল সহকারে এসে যুক্ত হন। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। শ্লোগানে শ্লোগানে হবিগঞ্জ শহর মুখরিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com