ইখতিয়ার লোদী সানি ॥ সরকারি আদেশ অমান্য করে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ রোডে অতিরিক্ত ভাড়া আদায় করছেন সিএনজি চালকরা। একই অবস্থায় জেলার অন্যান্য রোডের যাত্রীদের। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। কিন্তু নজরদারী নেই জনপ্রতিনিধি ও প্রশাসনের। ক্ষোভ বাড়ছে জনসাধারণ ও যাত্রীদের মাঝে। সরজমিনে গিয়ে দেখা যায়, বানিয়াচং রোডের নির্ধারিত ভাড়া ছিল ৪০ টাকা কিন্তু বর্তমানে আদায় করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। আজমিরীগঞ্জ রোডে পূর্বের ভাড়া ছিল হবিগঞ্জ থেকে ১০০ টাকা। কিন্তু বর্তমানে আদায় করা হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। একই অবস্থা নবীগঞ্জ রোডেরও পূর্বের ভাড়া ছিল ৪০ টাকা কিন্তু বর্তমানে আদায় করা হচ্ছে ৫০ থেকে টাকা। এ নিয়ে যাত্রী সাধারণের মাঝে চরম ক্ষোভ ও আক্ষেপ দেখা গেছে। প্রকাশ থাকা আবশ্যক যে, গত (৭ আগস্ট) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে স্পষ্ঠভাবে বলা হয়েছে, ভাড়া বৃদ্ধি গ্যাস চালিত মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। অথচ হবিগঞ্জ জেলার সিএনজি চালিত অটোরিক্সার পরিবহন খাতে জড়িত সংশ্লিষ্টরা সরকারি আদেশ অমান্য করে নিজেদের মতো করে যাত্রীদের নিকট থেকে গলাকাটা ভাড়া আদায় করছেন। কিন্তু জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের নজরদারি নেই বল্লেই চলে। এ ব্যাপারে এক যাত্রী অভিযোগ করে বলেন, সিএনজি চালকদের বিরুদ্ধে কিছু বলার নাই। তাদের সিন্ডিকেট খুবই শক্তিশালী। যদি তাদের এই অন্যায়ের কোন প্রতিবাদ কেউ করে তাহলে তার জন্য নেমে আসে দুঃখ দুর্দশা। তিনি বলেন, সব কিছুর সিন্ডিকেট আছে কিন্তু সাধারণ জনগণের কোন সিন্ডিকেট নাই। নিয়মিত যাতায়াতকারী ডাঃ শুভ্রজিত রায় বলেন, সিএনজি চালকরা বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের ইচ্ছা মতো ভাড়া আদায় করে। হবিগঞ্জ টু নবীগঞ্জ সড়কে ২৪ কিলোমিটারের ভাড়া যেখানে ৫০ টাকা সেখানে হবিগঞ্জ টু বানিয়াচং সড়কের মাত্র ১৮ কিলোমিটারের ভাড়া নেয়া হচ্ছে ৬০ টাকা। এটা সম্পূর্ণ অমানবিক ও সিন্ডিকেটের কারসাজি। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অমান্য করে কিছু অসাধু ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করণের লক্ষ্যে সাধারণ মানুষকে জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি শাহেদ মিয়া বলেন, ভাড়ার বেশি নেয়ার কোন প্রশ্নই উঠে না। যদি কোন ব্যক্তি ৪০ টাকার বেশি ভাড়া নেয় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তিনি তার ব্যক্তিগত নাম্বার দিয়ে বলেন যদি কোন ব্যক্তি ৪০ টাকার বেশি ভাড়া নেয় তাহলে তার ০১৭১১-৩২৬৯৭০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। খোয়াই নদীর উত্তরপাড় সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বলেন, আমাদের ও বানিয়াচং লাইনের মধ্যে দীর্ঘদিন যাবত সমস্যা থাকার কারণে ৪০ টাকার জায়গায় ৫০ টাকায় নেয় হয়। এ বিষয় টা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্য অবগত আছেন। হবিগঞ্জ টু নবীগঞ্জ লাইনের কিবরিয়া ব্রীজ স্ট্যান্ডের ম্যানেজার বলেন, নবীগঞ্জ সড়কে কোন সিএনজি চালক অতিরিক্ত ভাড়া নেয় না। করোনার ধাক্কা কাটিয়ে উঠা ও গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ৪০ টাকা থেকে ৫০ টাকা নেয়া হয়। কোন চালক এর বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়। জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও আজমিরীগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, হবিগঞ্জ টু আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ টু শিবপাশা লাইনে সাংগঠনিকভাবে কোন ভাড়া বৃদ্ধি করা হয়নি। কোন যাত্রী ভাড়া বৃদ্ধির ব্যাপারে আমাদের নিকট অভিযোগ করেনি। তবে যদি কোন চালক অতিরিক্ত ভাড়ায় নেয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভাড়া বৃদ্ধির ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। যদি আসে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভাড়া বৃদ্ধি করার কোন সুযোগ নাই। হবিগঞ্জ টু বানিয়াচং রোডে পূর্বের ৪০ টা ভাড়া-ই বহাল আছে এবং বহাল থাকবে।
দায়িত্বশীল ব্যক্তিরা ভাড়া বৃদ্ধির ব্যাপারে কোন কিছুই জানেন না। তাহলে কোন ক্ষমতার বলে সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন এমনটাই প্রশ্ন জনগণে ? বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনুরোধ জানিয়েছেন যাত্রীরা।