মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের কর্ণধার, সাবেক সংসদ সংসদ আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সলের নাতনি নাজিফা রাইসা আহমেদ সিটি ইনিভাসিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করায় সায়হাম গ্রুপের পক্ষ থেকে বিপুল সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া সায়হাম গ্রুপের কর্টন মিলস এর প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল, সায়হাম টেক্সটাইল পরিচালক সৈয়দ মোঃ সেলিম, সায়হাম কটন মিলের এমডি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমদ, সায়হাম টেক্সটাইল পরিচালক আবরার সৈয়দ আহমদ, ফয়সল স্পিনিং মিলের এম.ডি ইয়ামিন ফয়সল, সায়হাম গ্রুপের পরিচালক তাসমিনা আহমদ, সায়হাম গ্রুপের ডেপুটি ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবঃ হাফিজ আহসান ফরিদ, সায়হাম গ্রুপের সিনিয়র ম্যানেজার হিসাব ইশরাদ আহম্মদ চৌধুরী, জিএম প্রকৌশলী রেজাউল হক, সায়হাম গ্রুপের এস.আর এডমিন মোস্তফা কামাল বাবুলসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নাজিফা রাইসা আহমেদ সায়হাম কটন মিলের এমডি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমদ ও সায়হাম গ্রুপের পরিচালক তাসমিনা আহমদ’র বড় মেয়ে।