কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামে ডাকাতিকালে ১ ডাকাতকে জনতা আটক করলেও অন্যন্যরা পালিয়ে গেছে। আটককৃত ডাকাত-রফিকুল ইসলাম (২২) তার বাড়ী হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামে। সে দীর্ঘদিন ধরে নবীগঞ্জের সালামতপুর কলনীতে বসবাস করছে। জানা যায়, রাত প্রায় পৌনে ২টার দিকে ওই গ্রামের আব্দুল মুকিতের বাড়ীতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ীর দুতলার দরজা ভেঙ্গে প্রবেশ করে। এর পর বাড়ী লোকজন চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ডাকাতরা পার্শ¦বর্তী হাওড় দিয়ে পালিয়ে যাওয়া সময় জনতা রফিকুল ইসলামকে আটক করে জনতা গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলাওর হোসেন, কুর্শি ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদসহ এলাকায় শত শত লোক ওই বাড়ীতে উপস্থিত হন। এদিকে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ ও এএসআই পান্না ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ডাকাত রফিকুল ইসলামকে থানায় নিয়ে আসে।