নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনে এবং তার সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বাদ এশা নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজায় দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ-বাহুবলের গণ মানুষের নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সার্বিক পরমার্শেক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্বে বক্তব্য পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন রাজপথে আন্দোলন মাধ্যমে এই অবৈধ সরকার পতন করতে হবে তিনি দলীয় নেতাকর্মীকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। তিনি আরো বলেন এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রকামী মানুষের আশা-ভরসার একমাত্র প্রতীক। তিনি জুলুম অত্যচার নিপীড়ন সহ্য করে তিনি জীবনে সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন। এমন একটি নৈতিকতার মানদণ্ড তিনি তৈরি করেছিলেন। তিনি সব সময় জনগনের অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ ছিলেন। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহাবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী বলেন, খালেদা জিয়াকে বন্দি করে রেখে অবৈধ সরকার অবৈধ কার্য্ক্রম করছে। আজকে যদি সত্যিকারের গণতান্ত্রিক সরকার থাকত, তাহলে বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে তার যে কথা, তার যে কণ্ঠ আমরা সবাই শুনতে পারতাম। এটা শেখ হাসিনা ভয় পায় বলেই তাকে বন্দি করে রেখেছে। আজ তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। অন্যদের মধ্যে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশফাজ্জামান চৌধুরী নোমান, ইউনিয়ন বিএনপির সাবেক পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক কাউন্সিলর রুহুল আমিন রফু, সাইফুল ইসলাম মালিক, সভাপতি ডাঃ কামরুজ্জামান, মুর্শেদ আহমদ, পৌর যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুবদল নেতা অলিউর রহমান অলি, উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।