স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহ গ্রামে কেরাম খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
জানা যায়, ওই উপজেলার সিংহ গ্রামে গতকাল বিকাল ৫টার দিকে লকুছ মিয়া ও লিটক মিয়ার মধ্যে কেরাম খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশী অস্ত্র-স্বস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে টুকু মিয়া (৪৫), জুয়েল মিয়া (২৮), রহিম মিয়া (২৫), মাছুদা বেগম (৩৫), সাত্তার মিয়া (৪৫), শাহ আলম (৪০), ছুরুক মিয়া (৪২), রাহেনা বেগম (৩০), লেবু মিয়া (৩০), আবুল কাশেম (০৮) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।