স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
দিবসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি, অ্যাডভোকেট মো: আবু জাহির এমপি, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধরণ জনগণ। পরে কালেক্টরেট ভবনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে মেডিসিন, অর্থোপেডিকস, গাইনী, নাক-কান-গলা, সার্জারী, চক্ষু, হৃদরোগ, দন্ত, শিশুরোগ, ইউনানী, চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ কয়েক হাজার রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
পরে শোক র্যালি ও মৌন মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।