স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফাতার মাহফিল গতকাল সোমবার স্থানীয় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাসাদের জেলা সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল সামির পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি‘র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক এমজি মুহিত, বিএনপি নেতা মুহিবুর রহমান বাবলু, জেলা যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, জাসাদ জেলা সহ-সভাপতি শাহ ফারুক আহমেদ, যুবদল নেতা মুকিম চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমপনা চৌধুরী মাসুদ, জিয়া শিশু-কিশোর সংগঠনের জেলা সভাপতি ও জেলা ছাত্রদলের সদস্য আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, জেলা তরুণ প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন আফরোজ, জেলা জাসাদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী লিটন মিয়া, পৌর জাসাদের আহবায়ক মোঃ মোতাব্বির হোসেন (মাস্টার), মোঃ আলম মিয়া, সাইদুর রহমান চৌধুরী প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদুল ফিতরের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে হঠাতে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে।