বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

লাখাইয়ে বাড়ি ঘরে হামলা লুটপাট নিরপত্তাহীনতায় বাদি পক্ষের লোকজন

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মামলা দায়েরের পরও লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রামে বাড়িঘর ভাংচুর লুটপাট ও কুপিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনার মূল আসামিরা এখনও ধরা ছোয়ার বাইরে। উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, গত ৩ আগষ্ট ওই গ্রামের মাসুক মিয়ার নেতৃত্বে একদল লোক একই এলাকার বাস শ্রমিক সাইকুলের উপর অতর্কিত হামলা চালায়। উক্ত ঘটনায় গত ৮ আগষ্ট জানু মিয়া বাদী হয়ে মাসুক মিয়াকে প্রধান অভিযুক্ত করে ৪৬ জনের নামে লাখাই থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও রহস্যজনক কারনে রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। উল্টো প্রতিপক্ষের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে। এতে পুরুষশুন্য এলাকার স্কুল ছাত্রছাত্রীরা ভয়ে বিদ্যালয়ে যেতে পারছে না।
এমনকি সাইকুলের পক্ষে আহত হওয়া সিলেট ভর্তি রোগীসহ চিকিৎসার কাজে নিয়োজিতদের আসামী করে ২৫জনের বিরুদ্ধে ঘটনার পরের দিনের তারিখ উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে আসামি পক্ষের লোকজন। এ বিষয়ে স্থানীয় ইউ/পি সদস্য মোস্তাক আহমেদ জানান, ৩ই আগষ্ট বিকালের ঘটনার পর রাতে বা পরদিন আর কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এবিষয়ে সাইকুলের পক্ষে দায়েরকৃত মামলার বাদী মোঃ জানু মিয়া জানান, মামলার প্রধান আসামি মাসুক মিয়া গংরা হামলা চালিয়ে আমাদের ২০টি বাড়িঘর ভাংচুর লুটপাট ও মহিলাসহ ১৫ জনকে আহত করে। আহতদের মধ্যে সাইকুল মিয়া ও তার ভাই আইকুল মিয়া এবং হাকিম মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে তাদেরকে মুমূর্ষু অবস্থায় আইসিওতে ভর্তি করে চিকিৎসক দেওয়া হয়। কিন্তু আসামিরা আমাদের ফাঁসাতে ঘটনার পরের দিন উল্øেখ করে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে।
জানা যায়, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে গত ৩ আগষ্ট বুল্লা সিংহগ্রামে বাস শ্রমিক সাইকুল বাড়িতে আসা মাত্রই, পুর্বপরিকল্পিতভাবে মাসুক মিয়ার নেতৃত্বে আহাদ গং তার উপর হামলা চালায়। এসময় সাইকুল মিয়াকে কুপাতে থাকিলে তার ছোট ভাই আইকুল মিয়া ও হাকিম মিয়া বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে ও কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এসময় হামলাকারীরা আহতদের ২০টি বাড়িঘর ভাংচুর লুটপাট করে। এতে নারীসহ ১৫ জন মারাত্মক আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সাইকুল মিয়া ও আইকুল মিয়া এবং হাকিম মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেটে প্রেরণ করা হয়।
এদিকে এ ঘটনার পর থেকে ৫ দিন পর্যন্ত ঘটনাস্থলে লাখাই থানা পুলিশ অবস্থান করলেও রহস্যজনক কারণে ঘটনার পরদিন মিথ্যা একটি ঘটনা সাজিয়ে সাইকুলের পক্ষের লোকজনের বিরুদ্ধে আসামি কাজল মিয়া বাদি হয়ে লাখাই থানায় মিথ্যা মামলা করে। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাইকুলের পক্ষের লোকজন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com